অর্থ-সৌভাগ্য। ল্যাটিন ভাষায় “Trix” (ট্রিক্স) নামের অর্থ "আনন্দের আনয়নকারী” (“bringer of joy”) বা "সুখী"(“happy”)। সঠিক ভাবে অর্থ (Money) বিনিয়োগ করে আয়ের মাধ্যমে আনন্দ / সুখ, সৌভাগ্য আনতে জীবনে কে না চায় !! আর এই চাওয়া-পাওয়া তখনই সম্ভব যদি বিনিয়োগের বিষয়ে খুটিনাটি জানা সম্ভব হয়।
আবার "-trix" একটি ল্যাটিন প্রত্যয়ও (suffix) ,যা একটি স্ত্রীলিঙ্গ এজেন্টও (feminine agent) বোঝায়। Google এর সার্চ ইঞ্জিন বলে , “executrix” শব্দটি "-trix" প্রত্যয় ব্যবহার করেই এসেছে।। নমস্কার। আমি মনীষা পাল (Monisha Pal)। Monitrix ব্লগের পাতায় আপনাকে স্বাগত জানাই।
বিভিন্ন বিষয়ে পড়াশোনা করাটা আমার নেশা। ইকোনোমিক্স এ স্নাতক হবার পর একটি শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড এর প্রতিষ্ঠানে কর্মসূত্রে যুক্ত হই। কিন্তু কাজের চাপে পড়াশোনাটা কোথায় হারিয়ে গেছিলো, আর তাছাড়াও নিজে কিছু করবার ইচ্ছা মনের ভিতরে ছোটবেলা থেকেই ছিল।চাকরিতে ইতি টেনে, শুরু করলাম MONITRIX নাম নিয়ে বিভিন্ন ফাইনান্সিয়াল প্রোডাক্ট ডিসট্রিবিউশন ও সার্ভিস এর কাজ। এর সাথে ধীরে ধীরে পলিটিকাল সায়েন্স আর ইতিহাসে মাস্টার ডিগ্রিটা করলাম, শুধুমাত্র বিষয় ভিত্তিক জ্ঞান অর্জন করবার আগ্রহ থেকে। বিশ্ব ভারতী থেকে B.ED. করেছিলাম, M.ED. ও করলাম শুধুমাত্র জানার আগ্রহ থেকে। তবে শুধুই বই নিয়ে ডুবে থাকি তা কিন্তু নয়, গান শোনা, দেশ-বিদেশে ভ্রমনের নেশা আর দেশ বিদেশের বিভিন্ন খাবার বানানোর নেশাও কিন্তু পুরোদস্তুর আছে । আর এই খাদ্যরসিক আমাকে আপনারা দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেলে, তার link-ও দেয়া আছে Social Plugin সেকশনে। যদিও আমি ক্ষমা চেয়ে নেব, কারণ সময়ের অভাবে আমি Regular ভিডিও upload করতে পারিনা বলে।
2003-04 সাল থেকেই আমার শেয়ার মার্কেট (Share Market) ,মিউচুয়াল ফান্ড (Mutual Fund), কর্পোরেট ফিক্সড ডিপোজিট (Corporate Fixed Deposit) ,বন্ড (Bond) মার্কেট ইত্যাদি নিয়ে আগ্রহ জাগে, তার কারণ আমি বিবাহসূত্রে আবদ্ধ হই এমন একজনের সাথে, যার পেশা ও নেশা ফাইনান্সিয়াল মার্কেট। আমাদের দুজনের অনেকটা সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে অর্থনীতি ও তার পারস্পরিক সম্পর্ক নিয়ে মতবিনিময় থাকে। এত বছর পর মনে হল, এইসব ধারণাগুলো কোথাও লিপিবদ্ধ থাকলে তো বেশ হয়, তার সাথে সাথে সবার সঙ্গে শেয়ার করলে, মতবিনিময় করলে কেমন হয় ? সেখান থেকেই এই ব্লগের পাতার সূত্রপাত।
বিনিয়োগ আর সঞ্চয় দুটো এক জিনিস নয়। বিনিয়োগ নিয়ে যে ভয় আর ভ্রান্তধারণা আছে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন নিয়ে থাকবে ব্লগ। বিগত ২০ বছরের বেশি সময়ে, বিভিন্নরকমের মানসিকতার মানুষের আর্থিক পরিকল্পনা করার সময় তাদের ইচ্ছা, স্বপ্ন, লক্ষ্য পরিকল্পনা (Goal Planning), ঝুঁকি প্রোফাইলিং (Risk Profiling) অনুযায়ী সাজিয়ে দেয়া পোর্টফোলিও নিয়ে যে সব উল্লেখ্যযোগ্য কেস স্টাডিগুলো আছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরব, হয়তো আপনার জীবনের সাথেও মিল পেয়ে যাবেন।
সঠিক বিনিয়োগের সুলুক সন্ধান, সময়ের সাথে, বয়সের সাথে কিভাবে বিনিয়োগের ধরণ বদলায়, কখন কতটা ঝুঁকি নেয়া উচিত টাকা বাড়াতে গেলে,তার ধারণা। কোনটা ভুল ইনভেস্টমেন্ট, আর কোন ইনভেস্টমেন্ট দ্রবমূল্য বৃদ্ধির সাথে পাল্লা দিতে পারে তার ঠিকানা। সব কিছুই লেখবার চেষ্টা করব এই ব্লগের পাতায়, তার সাথেই "মনের জানালা" বিভাগ, যখন যেমন মন চাইবে, তখন তেমন লিখব (অর্থনীতির বাইরে)। বিষয়ের ধরা-বাঁধা কিছু থাকবে না, আকাশে উড়া পাখির মত। আশা করব আপনাদের পাশে পাব, আমার এই পথে ।
ধন্যবাদ ।।
0 মন্তব্যসমূহ