নয়ন

 

নয়ন

যদি ও নয়ন আকাশ পানে চেয়ে থাকে,

আর আমি শুধাই তোমায় কি দেখছিলে?

জানি, তুমি করজোড়ে বলবে প্রার্থনা করছিলাম। 


যদি কোনও সময়ে মাথা নত করে থাকো,

আর আমি শুধাই তোমায় কি খুঁজছিলে?

জানি, নিরুত্তর থেকে জানাবে লজ্জা পেয়েছিলে। 


যদি বাঁকা নয়নে কখনো দেখো আমাকে ,

আর আমি শুধাই তোমায় কি ভাবছিলে?

জানি, তুমি হেসে অন্য কথাই  বলবে। 


যদি কোনদিন আর পিছনে ফিরে না চাও,

আর হৃদয় শুধায় আমায় কি হয়েছিল ?

জানবোও না, তুমি কত সহজে ভুলে গেছিলে।


#26 বছর পরের অনুভূতি:

সময়ের স্রোত এমনই , জীবনের পাকে চক্রে টানতে টানতে কোন মোহনায় নিয়ে যায় বলা দুষ্কর। সেদিনের কত চেনা মুখ আজ ধুসর ,মলিন হয়ে ডায়েরির পাতায়েই রয়ে গেছে । এখন শুধু স্মৃতির সমুদ্রে অবগাহন। ডায়েরীর পাতা বলছে লেখাটা লিখেছিলাম 20/02/1997 সালে।  ডায়েরিতে লেখা শীর্ষক নামটা ছিল "যদি ও চোখ", সেটা পরিবর্তন করলাম।  


আমাদের এই পোস্টটি ভালো লেগেছে ? ভবিষ্যতের  পোস্টগুলি মিস না করার জন্য অনুসরণ করুন 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ