||এক||
বসন্তের সকালে হঠাৎ দেখা পলাশের
কলি তুমি।
গ্রীষ্মের রাতজাগা প্রহরের কলতানমুখর
পাখি তুমি।
বর্ষার বরিষণে হঠাৎ চমকে ওঠা
বিদ্যুত তুমি।
শরতসকালে দেরাজের ফাঁক দিয়ে দেখা
আকাশ তুমি।
শীতের অলস দুপুরের একঘেয়েমীর বাঁধভাঙ্গা
ছুটি তুমি।
||দুই||
তুমি থেকেছ একাকী পথিকের সাথে
বেকারত্বের যন্ত্রনায়।
তুমি কখনো এসেছ পৃথিবীর বুকে
রুটির অনাহারে।
তুমি ফিকে হওয়া রঙে বদলেছো
প্রেমিকার রূপে ।
তুমি ছিন্ন করেছ আশীতিপরের স্বপ্ন
সন্তানের রূপে।
তুমি যন্ত্রণবিদ্ধ করেছ যৌবনে প্রৌঢ়ত্বে
প্রিয়তমার বেশে।
||তিন||
তড়িৎ চপলা বন্য সোনার হরিণ
ছোটাই অর্থহীন।
সিকতার প্রাসাদ সম অট্টালিকা যার
দেরাজ অন্তরীণ।
গন্ধ স্পর্শ বদলানো প্রতি রাতের
নাগরিক চরিত্রহীনা ।
কাটিয়েছ প্রহর অথচ প্রভাতে অচেনা
সুখ তুমি।
রূপের অনন্য বাহারে অনাকাঙ্খিত অতিথি
দুঃখ তুমি।
#26 বছর পরের অনুভূতি:
এটা আমার তৃতীয় লেখা এই ব্লগের পাতায়। আজকাল রবিবারটা বেশ নস্টালজিক হয়ে উঠছে। ডায়েরীর পাতা বলছে লেখাটা লিখেছিলাম 03/02/1997 সালে। স্মৃতিগুলো কেমন যেন ডায়েরি পাতার রঙের মতই হলুদ বিবর্ণ হয়ে, ফিকে হয়ে আসছে। ডায়েরিতে লেখা শীর্ষক নামটা ছিল সুখ দুঃখ , সেটা পরিবর্তন করলাম।
আমাদের এই পোস্টটি ভালো লেগেছে ? ভবিষ্যতের পোস্টগুলি মিস না করার জন্য অনুসরণ করুন
0 মন্তব্যসমূহ