তবে বেশ হতো

তবে বেশ হতো

আমার এই কলমটাকে তরোয়াল করে,

যদি 

ভাগ্যের বুকে বিঁধিয়ে দিতে পারি,

তবে বেশ হয়। 


আমার মনটাকে হাতের মুঠোয় ধরে,

যদি 

টুকরো টুকরো করে ছিঁড়তে পারি,

তবে বেশ হয়।


ফেলে আসা স্মৃতি ঘেরা দিনগুলো,

যদি 

বারুদের আঘাতে উড়িয়ে দিতে পারি,

তবে বেশ হয়। 


তোমাকে নিয়ে দেখা সব স্বপ্নগুলো,

যদি 

জলপ্রপাত থেকে ছুড়ে ফেলতে পারি, 

তবে বেশ হয়। 


আগামী পৃথিবীর সূর্য উত্তরে উঠে,

যদি 

পুরোনো মলিনতা ধুইয়ে দিতে পারে,

তবে বেশ হয়। 


#27 বছর পরের মূল্যায়ন :

কৈশোরে এই ডায়েরি লেখার পাগলামোটা আজকের দিনে কিছু স্মৃতিকে বেশ উস্কে দেয়, আমি আগেও বলেছি সব লেখাই আমার আজকের দিনে দাঁড়িয়ে বোকা বোকা লাগছে, নয়তো খুবই খারাপ মানের মনে হচ্ছে, তবুও ফেলে দিতে পারিনি । আমার ডায়েরির পাতার তারিখ অনুসারে এই লেখাটার দিন ছিল 13/11/1996 । ভুল ত্রুটি মার্জনা করবেন,সবটাই কৈশোরের সখের খেলা। 

আমাদের এই পোস্টটি ভালো লেগেছে ? ভবিষ্যতের  পোস্টগুলি মিস না করার জন্য অনুসরণ করুন 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ