যদি আজকে .....

 

যদি আজকে

আজ যদি হয় তুমুল বর্ষণ ,

আমি তোমাকে শুষ্ক চিঠি পাঠাবো । 


আজ যদি ওঠে প্রখর রোদ্দুর,

আমি তোমাকে চোখের জলে ভেজাবো। 


আজ যদি বহে  প্রবল শৈত্যপ্রবাহ,

আমি তোমাকে উষ্ণতার ছোঁয়ায় রাঙাবো। 


আজ যদি হলুদ পাতারা ঝরে,

আমি তোমাকে বিদায় সম্ভাষণে কাঁদাবো। 


#27 বছর পরের মূল্যায়ন :

কৈশোরে ডায়েরি লেখার বেশ ঝোঁক ছিল, সেই সময়তো মোবাইল নামক যন্ত্রটি ছিল না তাই হয়তো সময় অনেক ছিল । আমার এই হলুদ হয়ে যাওয়া ডায়েরি পাতাগুলো থেকে অনেক পুরোনো স্মৃতি ফিরে ফিরে পাই । যদিও সব লেখাই আমার আজকে বোকা বোকা লাগে , নয়তো খুবই খারাপ মানের মনে হয় ,তবুও ফেলে দিতে পারিনি । এত দিন পরে সহধর্মিণীর উৎসাহে সেখান থেকেই একটা লেখা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ডায়েরির পাতার দিন অনুসারে সেদিন ছিল 17/06/1996 । ভুল ত্রুটি মার্জনা করবেন,সবটাই কৈশোরের সখের খেলা। 

আমাদের এই পোস্টটি ভালো লেগেছে ? ভবিষ্যতের  পোস্টগুলি মিস না করার জন্য অনুসরণ করুন 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ